দেশজুড়ে

মোরেলগঞ্জে পরিবহন ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ২

  প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:৪৫:৫৫ প্রিন্ট সংস্করণ

মোরেলগঞ্জে পরিবহন ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ২

বাগেরহাটের মোরেলগঞ্জে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুইজন, আর আহত হয়েছেন চার মাসের শিশুসহ তিনজন। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে যাত্রীবাহী পরিবহন ও দুটি ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, পরিবহনটি অতিরিক্ত গতিতে চলছিল। বিপরীত দিক থেকে আসা দুটি ইজিবাইকের সঙ্গে সরাসরি সংঘর্ষ হলে ইজিবাইকগুলো দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান, এবং গুরুতর আহত হন চারজন, যাদের মধ্যে এক শিশু রয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, স্থানীয়দের অভিযোগ সড়কে যানবাহনের বেপরোয়া গতি, ট্রাফিক আইন, এবং প্রশাসনের নজরদারির অভাব বারবার এমন দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তারা দাবি করেছেন, অতিরিক্ত গতিসীমা নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন।

এ ধরনের দুর্ঘটনা রোধে প্রশাসনের কঠোর নজরদারি ও চালকদের সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিলে এমন প্রাণহানির ঘটনা হয়তো এড়ানো সম্ভব হবে।