দেশজুড়ে

মোরেলগঞ্জে বিএনপি নেতাকে অবাঞ্চিত ঘোষণা

  প্রতিনিধি ৬ অক্টোবর ২০২৪ , ৪:১৫:১৪ প্রিন্ট সংস্করণ

মোরেলগঞ্জে বিএনপি নেতাকে অবাঞ্চিত ঘোষণা

বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপি থেকে বহিস্কৃত এক নেতা খান মতিউর রহমানের বিরুদ্ধে জাতীয়তাবাদী মহিলা দল ঝাড়ু মিছিল করেছে। অপরদিকে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এক সাংবাদিক সম্মেলনে তাকে অবাঞ্চিত ঘোষণা করেছেন।

শরণখোলায় বিএনপির একাংশের একটি সভায় বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপনকে উদ্দেশ্য করে কটুক্তি করায় শনিবার সন্ধায় মোরেলগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে ঝাড়ু মিছিল করেন মহিলা দলের নেতাকর্মীরা। পরে প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেন বিএনপির নেতাকর্মীরা।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল জব্বার মোল্লা। উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন সামাদ, পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম, গিয়াস উদ্দিন তালুকদার এসময় উপস্থিত ছিলেন।

মতিয়ার রহমান বাচ্চু, এফ,এম শামিম আহসান, ফকির রাসেল আল ইসলাম, বদিউজ্জামান মাহারাজ, কৃষকদল নেতা মো. মশিউর রহমান শফিক ও শ্রমিকদল নেতা মো. মাসুদ খান চুন্নুসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content