রাজশাহী

বড়াইগ্রামে আধুনিক কৃষি যন্ত্রাংশ ও প্রনোদনা বিতরণ

  প্রতিনিধি ৯ নভেম্বর ২০২২ , ৬:১৩:১৫ প্রিন্ট সংস্করণ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত কৃষি যন্ত্রাংশসহ বিভিন্ন ধরণের কৃষি প্রনোদনা বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পরিষদ চত্বরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস। এ সময় অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মোছা. মারিয়াম খাতুন, উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা প্রমূখ উপস্থিত ছিলেন।
আধুনিক কৃষি যন্ত্রাংশের মধ্যে ফসল কাটার রিপার ও পাওয়ার টিলার বিতরণ করা হয় এবং রবি মৌসুমের গম, ভুট্টা, সরিষা, মসুর, মুগ, খেসারী ও শীতকালীণ পেঁয়াজ বীজ সহ বিভিন্ন ধরণের সার প্রনোদনা বিতরণ করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by