চট্টগ্রাম

মোরেলগঞ্জে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ

  প্রতিনিধি ১৪ জুলাই ২০২৪ , ৬:৪৮:৪৩ প্রিন্ট সংস্করণ

মোরেলগঞ্জে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জে দ্বিতীয় শ্রেণির এক শিশুছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।

রোববার (১৪ জুলাই) সকালে রামচন্দ্রপুর ইউনিয়নের ছোট কুমারখালী গ্রামের ওই ছাত্রীর বাবা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন।

অভিযোগে বলা হয়েছে, একই গ্রামের বাবুল মজুমদার (৫০) ওই ছাত্রীকে গত বুধবার বিদ্যালয় থেকে বাড়ি যাওয়ার পথে চকলেট ও বিস্কুট দেওয়ার কথা বলে বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ সামসুদ্দিন বলেন, শিশুর শ্লীলতাহানির অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content