চট্টগ্রাম

বিজয়নগর উপজেলা প্রশাসনের দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২২ , ৫:৫৮:১৯ প্রিন্ট সংস্করণ

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়) প্রতিনিধি: বিজয়নগরে শারদীয় দুর্গাপূজা -২০২২ উদযাপন উপলক্ষে উপজেলায় বিভিন্ন দুর্গাপূজা কমিটিকে নিয়ে প্রস্তুতিমূল সভা অনুষ্ঠিত হয়।

২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সারে ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিত্রী রাণী, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মাছুম, কৃষি অফিসার সাব্বির আহমেদ, থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহমেদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ দবির আহমেদ ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম (ভিপি সোহেল), উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি অশোক কুমার ভৌমিক, সাধারণ সম্পাদক কার্তিক চৌধুরী, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শান্ত, দপ্তর সম্পাদক মোহাম্মদ সেলিম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আলমগীর হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা পূজা উৎযাপন পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্ন পূজা উৎযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিল।

এ বছর বিজয়নগর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে মোট ৫৭ টি মন্ডপে পূজা উৎযাপিত হবে বলে প্রস্তুতিমূল সভায় নিশ্চিত করা হয়।

 

 

আরও খবর

Sponsered content

Powered by