দেশজুড়ে

যথাসময়ে হচ্ছেনা চট্টগ্রামের এইচএসসি পরীক্ষা

  প্রতিনিধি ১২ আগস্ট ২০২৩ , ৬:৫০:০৭ প্রিন্ট সংস্করণ

যথাসময়ে হচ্ছেনা চট্টগ্রামের এইচএসসি পরীক্ষা

টানা বর্ষণে জলাবদ্ধতা ও পাহাড়ি ঢলে বন্যার কারণে চট্টগ্রাম নির্ধারিত সময়ে হচ্ছেনা এইচএসসি ও সমমানের মাদ্রাসা এবং
কারিগরি শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা।


১৭ আগস্টে শুরু হওয়া কথা থাকলেও ১০দিন পিছিয়ে তা করা হয়েছে ২৭ আগস্ট। তবে অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৭ আগস্ট থেকে অনুষ্ঠিত হবে।


গতকাল শুক্রবার (১১ আগস্ট) রাতে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক প্রফেসর তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে ওই ৩ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৭ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট
থেকে শুরু হবে। অন্যান্য বোর্ডের পরীক্ষা যথারীতি ১৭ আগস্ট থেকে প্রকাশিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।


চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা আগামী ১৭ আগস্ট থেকে সারা দেশে একযোগে শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আরও খবর

Sponsered content