প্রতিনিধি ১৮ জুলাই ২০২৪ , ৭:৫০:৪১ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের চন্দনাইশে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক যুগান্তর পত্রিকা সহ অসংখ্য মিডিয়ার প্রতিষ্ঠাতা, সফল কর্মবীর বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম বাবুলের ৪র্থ মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যদায় পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকালে দোহাজারী রায়জোয়ারা ইসলামিয়া নজিরিয়া সুন্নিয়া হেফজখানা ও এতিমখানায় চন্দনাইশ প্রেসক্লাবের আয়োজনে কোরআন খতম, দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক যুগান্তর পত্রিকার চন্দনাইশ উপজেলা প্রতিনিধি ও চন্দনাইশ প্রেসক্লাব সভাপতি আবিদুর রহমান বাবুল’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোহাজারী পৌরসভার মেয়র আলহাজ মোহাম্মদ লোকমান হাকিম।
চন্দনাইশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আলমের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু।
বিশেষ অতিথি ছিলেন দোহাজারী প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দীন বাবলু, সাংবাদিক আবু তোরাব চৌধুরী, মাওলানা আব্দুল গফুর রব্বানী, এসএএম মুনতাসির, ফয়সাল চৌধুরী, আমিন উল্লাহ্ টিপু, জাবের বিন রহমান আরজু প্রমূখ। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি মাহফুজুর রহমান।
বক্তারা বলেন, “নূরুল ইসলাম বাবুল ছিলেন সৎ, সাহসী এবং মিডিয়া বান্ধব একজন সফল মানুষ। উচ্চ শিক্ষিত এবং মেধাবী হওয়ার কারনে খুব সহজেই তিনি সফলতার স্বাক্ষর রাখেন। বহু প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা তিনি। হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে কোটি মানুষের হ্দয় জয় করেছেন। তিনি একজন বীরমুক্তিযোদ্ধা হিসাবে দেশের জন্য জীবনবাজি রেখে যুদ্ধও করেছিলেন।”