ঢাকা

পাংশায় বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ

  প্রতিনিধি ১২ এপ্রিল ২০২২ , ৯:০৪:১৬ প্রিন্ট সংস্করণ

রতন মাহমুদ (পাংশা, রাজবাড়ী প্রতিনিধি):

রাজবাড়ীর পাংশায় ২০২১-২২ অর্থ বছরের কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়।

পাংশা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে বুধবার (১২ এপিল) পাংশা উপজেলা পরিষদ হলরুমে আলোচনাসভা শেষে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান অদুদ, মাছপাড়া ইউপি চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামীলীগ’র সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, কৃষি সম্প্রসারন অফিসার রতন কুমার ঘোষ, সমাজসেবা অফিসার রবিউল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার, হাবাসপুর ইউপি চেয়ারম্যান আল মামুন খান, বাবুপাড়া ইউপি চেয়ারম্যান ইমান আলী সর্দার প্রমূখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যগন সহ পৌর ও ইউনিয়নের চার শতাধীক প্রান্তিক কৃষক উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তাগন কৃষকদের উদ্দেশ্যে জমি ফেলে না রেখে চাষের উপর গুরুত্ব দিয়ে বক্তব্য দেন। আলোচনা অনুষ্ঠান শেষে চারশত কৃষকের মাঝে বীজ ও সার তুলে দেওয়া হয়।

 

 

আরও খবর

Sponsered content

Powered by