প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৩ , ৫:২২:৪৩ প্রিন্ট সংস্করণ
ভোরের দর্পণ ডেস্ক :
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস থেকে প্রায় ১৩ কিমি দূরে মন্টেরি পার্কে গোলাগুলির ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
ইতোমধ্যে ঘটনাস্থলে বিশাল সংখ্যক পুলিশ অবস্থান করছে। শনিবার স্থানীয় সময় রাত ১০টার পর মন্টেরি পার্কে এই ঘটনাটি ঘটে। এর আগে হাজার হাজার মানুষ নববর্ষ উৎসবের জন্য ঐ শহরে জড়ো হয়েছিলেন।
সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলিতে ওই এলাকায় বিশাল পুলিশ উপস্থিতি দেখা গেছে। চীনা লুনার নিউ ইয়ার উৎসব পুরো সপ্তাহান্ত জুড়ে চলে, যেখানে এর আগে ১০ হাজারেরও বেশি দর্শক জড়ো হয়েছিলেন।