প্রতিনিধি ২২ জুলাই ২০২০ , ১১:৪৪:৪১ প্রিন্ট সংস্করণ
যুক্তরাষ্ট্রের শিকাগোতে বন্দুকধারীর হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (২১ জুলাই) রাত ৯টার দিকে একটি সমাধিস্থলের পাশে এলোপাতাড়ি গুলি চালায় অজ্ঞাত এক বন্দুকধারী।
হামলার পরপরই গাড়িতে করে পালিয়ে যায় ওই অস্ত্রধারী। পরে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। হামলাকারীকে ধরতে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।
এর আগে সোমবার শিকাগোতে বন্দুকধারীর হামলায় অন্তত ১৫ জন আহত হন। ওই হামলার সঙ্গে কোনো যোগসূত্র রয়েছে কিনা তা জানাতে পারেনি পুলিশ। এদিকে, দেশটির এক হিসেব অনুযায়ী, অন্যান্য সময়ের তুলনায় করোনাকালীন সময়ে যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক হামলার ঘটনা আশঙ্কাজনকহারে বেড়ে গেছে।