প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৪ , ৪:৩৯:৫৫ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম বন্দর কতৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন রিয়ার এডমিরাল এস.এম মনিরুজ্জামান। রবিবার (১১ আগষ্ট) চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবে তিনি যোগদান করেন। তিনি বিদায়ী চেয়ারম্যান রিয়াল এডমিরাল মোহাম্মদ সোহেলের স্থলাভিষিক্ত হয়েছেন।
রিয়ার এডমিরাল এস.এম মনিরুজ্জামানের জন্ম কুষ্টিয়া জেলায়। ১৯৮৭ সালে কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে ডিসটিংশনসহ উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর ১৯৮৮ সালে বাংলাদেশ নৌবাহিনীতে একজন অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন এবং ১৯৯০ সালে নির্বাহী শাখায় কমিশন লাভ করেন। রিয়ার এডমিরাল এস.এম মনিরুজ্জামানের দীর্ঘতম ও বহুমুখী চাকুরী জীবনে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ প্রতিষ্ঠানে ও নৌ সদর দপ্তরে বিভিন্ন পদে তিনি দায়িত্ব পালন করেন।
বন্দর চেয়ারম্যান পদে যোগদান করার আগে তিনি বিএনফ্লিট এর কমান্ডার হিসেবে দায়িত্বরত ছিলেন। এর আগে তিনি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বি এসসি ব্যাবস্থাপনা পরিচালক ও সেনা কল্যান সংস্থার ডিজিএমআইএস, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসারের দায়িত্ব পালন করেছেন। তিনি নৌবাহিনীর ফ্লাগশিপ বিএনএস বঙ্গবন্ধুসহ বিভিন্ন ধরনের ফ্রন্টলাইন জাহাজে কমান্ড করেন।
কর্মজীবনে বিভিন্ন অপারেশনাল এসাইনমেন্টে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তিনি সফলভাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি অগ্রগামী কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর ওয়েস্টার্ন ফ্লোটিলা কমান্ড করেছেন। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি দেশে-বিদেশে অনেক প্রফেশনাল কোর্সে অংশগ্রহন করেছেন।