রংপুর

যৌন উত্তেজক সিরাপ বিক্রির দায়ে লক্ষাধিক টাকা জরিমানা

  প্রতিনিধি ১ মার্চ ২০২১ , ৮:৫৫:২০ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

হিলিতে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর লাইসেন্স বিহীন যৌন উত্তেজক সিরাপ বিক্রির দায়ে এক লাখ ২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০১ মার্চ) বিকেলে হিলি  হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নুর-এ আলম এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট্র মোহাম্মদ নুর এ আলম বলেন, আজ বিকেলে বাংলাহিলি বাজার ও জালালপুর গ্রামের বিভিন্ন মুদির দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ যৌন উত্তেজনা সৃষ্টিকারী জিংসিং, লায়ন সিরাপ উদ্ধার করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত চালিয়ে মোট ৭টি মামলায় ১ লাখ ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরে সন্ধ্যায় সিরাপগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আরও খবর

Sponsered content