রংপুর

রংপুরে লেখক পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি

  প্রতিনিধি ১ জুলাই ২০২০ , ৭:৩৩:৫৪ প্রিন্ট সংস্করণ

রংপুর প্রতিনিধি : বুধবার শুরু হলো বিভাগীয় লেখক পরিষদ, রংপুর এর পক্ষকালব‍্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি। সকালে নিজ বাড়ির উঠোনে একটি করে জামরুল, কাগজি লেবু ও ঘৃত কা ন গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন রংপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান, সংগঠনের সাবেক সভাপতি আলহাজ কাজী মো. জুননুন। পক্ষকালব‍্যাপী এ কর্মসূচির প্রমদিনে নগরীর দর্শনা এলাকায় সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য ও ছররা সম্পাদক এস এম খলিল বাবু লটকন গাছের চারা, মুলাটোল এলাকায় কবি ও ব্যাংকার হাই হাফিজ একটি দেশি লেবুর চারা, মডার্ণ এলাকায় ছড়াকার ও শিক্ষক লায়লা শিরিনা এবং ভারতের পশ্চিমবঙ্গে কবি ও সম্পাদক সুশান্ত নন্দী একটি দেবদেব গাছের চারা লাগিয়ে কর্মসূচীতে অংশ নেন। সাধারণ সম্পাদক জাকির আহমদ জানান, পরিবর্তিত পরিস্থিতির কারণে আমরা সংগঠনের অনেক কর্মসূচি স্থগিত করেছি অথবা অনলাইনে করেছি। এরই ধারাবাহিকতায় আমরা আহবান করছি বৃক্ষরোপণ কর্মসূচির।

আরও খবর

Sponsered content

Powered by