দেশজুড়ে

মেয়েকে নকল সরবরাহে মাদ্রাসা শিক্ষকের কারাদণ্ড 

  প্রতিনিধি ৩ মার্চ ২০২৪ , ৮:০৩:৪২ প্রিন্ট সংস্করণ

মেয়েকে নকল সরবরাহে মাদ্রাসা শিক্ষকের কারাদণ্ড 

রংপুরের পীরগাছা উপজেলায় দাখিল পরীক্ষা চলাকালে মেয়েকে নকল সরবরাহ করায় ছফির উদ্দিন নামে মাদ্রাসা শিক্ষককে চার মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩ মার্চ) দুপুরে পীরগাছা হাজী ছফের উদ্দিন সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হক সুমন।

দণ্ডপ্রাপ্ত শিক্ষক ছফির উদ্দিন (৫০) উপজেলার রহমতচর দাখিল মাদ্রাসার শিক্ষক। তার বাড়ি পাশের গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামে।

রোববার ওই পরীক্ষা কেন্দ্রে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলছিল। এ সময় নিজ মেয়েসহ অন্যদের নকল সরবরাহ করতে গেলে ছফির উদ্দিনকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে চার মাসের কারাদণ্ড দেয়া হয়।

হাজী ছফের উদ্দিন সিনিয়র মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সচিব ও উপজেলা ভেটেনারি সার্জন মোহাম্মদ আলী বলেন, নকল সরবরাহের অভিযোগে একজনকে চার মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by