চট্টগ্রাম

রাউজানে করোনা উপসর্গে মারা যাওয়া ৪৭তম লাশ দাফন আশার

  প্রতিনিধি ৯ আগস্ট ২০২০ , ৭:৫৫:২৫ প্রিন্ট সংস্করণ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে পাঁচদিনের ব্যবধানে করোনা উপসর্গসহ বার্ধক্যজনিত কারণে মারা যাওয়া ডাবুয়া ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. টিপু সুলতানের পিতা ও চাচার লাশ দাফন করেছে আশার আলো। এরই সাথে ৪৭তম লাশ দাফন কার্য সম্পন্ন করেছে সাংসদ ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরীর নেতৃত্বে গঠিত বিশেষ স্বেচ্ছাসেবী টিম আশার আলো। জানা যায়, গত সোমবার সন্ধ্যার সময় বার্ধক্যজনিত কারণসহ মারা যান টিপু সুলতানের পিতা জেবল হোসেন (৮৬)। পিতা মারা যাওয়ার পাঁচদিনের মাথায় একই কারণে আজ মারা যায় চাচা আলী হোসেন (৮৪)। তারা উভয়ে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন অনেকদিন ধরে। মারা যাওয়া ব্যক্তিরা ডাবুয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ হিংগলা গ্রামের কাসেম তালুকদার বাড়ির বাসিন্দা। মৃত্যুর সংবাদ পেয়ে লাশের দাফন-কাপনে অংশ নিতে ছুটে যান রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজের নেতৃত্বে আশার আলো টিমের সদস্যরা। নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মো. আলমগীর আলী, যুবলীগ নেতা সাবের হোসেন, ছাত্রলীগ নেতা দীপলু দে দীপু, মো. নাছির উদ্দিন, আরমান সিকদার, মো. এরশাদ, তৌহিদ সহ প্রমূখ।

আরও খবর

Sponsered content

Powered by