দেশজুড়ে

রাউজানে সাংসদ ফজলে করিমের উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার প্রদান

  প্রতিনিধি ২২ জুন ২০২০ , ৬:৪৭:৪৫ প্রিন্ট সংস্করণ

রাউজানে সাংসদ ফজলে করিমের উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার প্রদান

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় কোভিড ১৯ এ আক্রান্ত শ্বাসকষ্টজনিত রোগীদের অক্সিজেন সাপোর্টের মাধ্যমে চিকিৎসা সেবা নিশ্চিতকল্পে চট্টগ্রামের রাউজানের সাংসদ, রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থানী কমিটির সভাপতি এ বি ফজলে করিম চৌধুরীর উদ্যোগে ১০০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।

রাউজানের ১৪টি ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলির প্রতিটিতে ৫টি করে এবং করোনা আক্রান্ত রোগীদের স্বাস্থ্য সেবাদানের লক্ষ্যে রাউজান পৌরসভার সুলতানপুর ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে রাউজানের সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে গড়ে উঠা আইসোলেশন সেন্টারের জন্য ৩০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে টেলিফোনে বক্তব্যে রাখেন সাংসদ ফজলে করিম চৌধুরী।

রাউজান উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্টানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে বক্তব্যে রাখেন উপজেলা সি. সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া, সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন ইয়াছিন, রাউজান থানার অফিসার ইনচার্জ কেফায়েত উল্লাহ, রাউজান উপজেলা আওয়ামীলীগের সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা আ.লীগের সহ সভাপতি ইরফান আহমেদ চৌধুরী, রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, বিনাজুরী ইউপি চেয়ারম্যান সুকুমার বড়ুয়া, রাউজান ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, কদলপুর ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন, উরকিরচর ইউপি চেয়ারম্যান সৈয়্যদ আবদুল জব্বার সোহেল, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ নুর আলম দীন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কুদ্দুছ, উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা নিক্সন চৌধুরী, রাউজান পৌরসভার কাউন্সিলর শওকত হাসান, আজাদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ফজলে করিম চৌধুরী উপস্থিত সকলের উদ্দেশ্যে করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় মনোবল শক্ত রেখে সরকারের দিক-নির্দেশনাসমূহ যথাযথভাবে মেনে চলার আহবান জানান। তিনি বলেন, রাউজানে কেউ আক্রান্ত হলে আক্রান্ত ব্যক্তির চিকিৎসাসেবা নিশ্চিতকল্পে আমরা বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছি। তারপরও প্রতিটি এলাকায় কেউ যাতে শ্বাসকষ্টজনিত কারণে কষ্ট না পায় সেই লক্ষ্যে আমরা প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র পাঁচটি করে অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছি। পাশাপাশি সুলতানপুর স্বাস্থ্য কেন্দ্রে আইসোলেশন সেন্টারে ৩০টি অক্সিজেন সিলিন্ডার দিচ্ছি। কেউ শ্বাসকষ্টে ভুগলে চিকিৎসকদের পরামর্শ নিয়ে স্ব স্ব ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র থেকে সিলিন্ডার নিয়ে ব্যাবহার করবে।

আরও খবর

Sponsered content

Powered by