দেশজুড়ে

মহেশপুরে করোনায় আক্রান্ত এ্যম্বুলেন্স চালক ফারুক

  প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২০ , ৫:২০:৩২ প্রিন্ট সংস্করণ

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্স চালক ফারুক হোসেন করোনায় আক্রান্ত হয়েছে। তাকে নিজ বাড়ীতে লগ ডাউন করে রাখা হয়েছে। রোববার সকালে এম্বুলেন্স চালক ফারুক হোসেন করোনা পজেটিভ রিপোর্টটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। এর পর থেকেই ফারুক হোসেনের বাড়ীটি লগ ডাউন করে রাখা হয়েছে।

এছাড়া এম্বুলেন্স চালক ফারুক হোসেনের সালেহা ক্লিনিক এÐ ডায়াগনিষ্ট সেণ্টারসহ বাড়ীর পাসের দোকান গুলো লগ ডাউন করে রাখা হয়েছে।       

মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আঞ্জুমানারা বেগম জানান, সে বিভিন্ন জায়গায় রোগী বহন করার কারণে তার এই সমস্যা হয়েছে। এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আঞ্জুমানারাসহ হাসপাতালের ৯জন কর্মকর্তা গতকাল রোববার থেকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া হাসপাতালের অন্যান্য সেবা স্বাভাবিক রাখা হয়েছে।

 

   

আরও খবর

Sponsered content

Powered by