ঢাকা

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ঢাকাফেরত যাত্রীদের ভিড়

  প্রতিনিধি ২৩ মে ২০২১ , ১২:২১:১০ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বেড়েছে ঢাকাফেরত যাত্রীদের চাপ।

বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৬টি ফেরি চলাচল করলেও করোনা সংক্রমণরোধে সরকার দূরপাল্লার পরিবহন বন্ধ রাখায় যাত্রীদের চরম বিপাকে পড়তে হচ্ছে বলে জানান একাধিক যাত্রী।

 

 

সরেজমিন রোববার সকাল ৮টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ঘাটে গিয়ে হাসনাহেনা ফেরিতে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা  গেছে।

ফেরিতে ভিড় থাকলেও যাত্রীদের মধ্যে ছিল না কোনো রকম সামাজিক দূরত্বের বালাই।

ঢাকার একটি বেসরকারি হাসপাতালের সিকিউরিটি অফিসার ও ঢাকাফেরত যাত্রী আমির হোসেন বলেন, ঈদের ছুটির মধ্যে ঢাকায় বসে ঈদ করেছি, ছুটি না থাকায় বাড়িতে ফিরতে পারিনি। তাই ঈদ শেষে বরিশালে প্রিয়জনদের কাছে গ্রামের বাড়ি যাচ্ছি।

চুয়াডাঙ্গা থেকে ঢাকামুখী যাত্রী আমজাদ হোসেন বলেন, করোনার ঝুঁকি জেনেও ঈদে গ্রামে এসেছিলাম। শনিবার পর্যন্ত ভিড় থাকবে জেনে রোববার সকালে ঢাকায় যাচ্ছি। ঘাটে কোনো ভিড় না থাকায় স্বাচ্ছন্দ্যে যেতে পারছি বলে জানান তিনি।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের দায়িত্বরত  টার্মিনাল সহকারী রনি বলেন, যাত্রীদের পারাপারে সার্বক্ষণিকভাবে দৌলতদিয়া প্রান্তে ১৬টি ফেরি চলাচল করছে।

তবে ঢাকামুখী যাত্রীদের চাপ নেই, হঠাৎ করেই ঢাকাফেরত যাত্রীদের উপচেপড়া ভিড় ফেরিতে দেখা যাচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।

আরও খবর

Sponsered content

Powered by