দেশজুড়ে

শাশুড়িকে কুপিয়ে হত্যা: পুত্রবধূর যাবজ্জীবন

  প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২৩ , ৬:৪২:২৯ প্রিন্ট সংস্করণ

শাশুড়িকে কুপিয়ে হত্যা: পুত্রবধূর যাবজ্জীবন

রাজবাড়ীতে শাশুড়িকে কুপিয়ে হত্যা মামলায় পুত্রবধূ রোজিনা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাকিয়া পারভীন এ রায় ঘোষণা করেন। 

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট উজীর আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত রোজিনা বেগম রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতিমোহন গ্রামের আব্দুল বারেক শেখের স্ত্রী।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৩ নভেম্বর রাতে নুরজাহান বেগম তার নাতনিকে নিয়ে ঘুমিয়ে পড়েন। পর দিন বারেককে ফোন করে স্ত্রী রোজিনা জানান, শাশুড়িকে কে বা কারা হত্যা করেছে। এ ঘটনায় পর দিন ছেলে বারেক শেখ বাদী হয়ে বালিয়াকান্দি থানায় হত্যা মামলা করেন। তদন্তে বেরিয়ে আসে পুত্রবধূ রোজিনাই তার শাশুড়িকে কুপিয়ে হত্যা করেন। পরে তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ।

Powered by