দেশজুড়ে

রাজশাহীতে ফসলি জমিতে পুকুর খননের অভিযোগ

  প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২২ , ৯:১৬:২৩ প্রিন্ট সংস্করণ

 

রফিকুল হাসান ফিরোজ, রাজশাহী ব্যুরো :

রাতের আঁধারে রাজশাহীর পুঠিয়ায় বাঁশবাড়িয়া পশ্চিমভাগ মাঠে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জুয়েল ফসলি জমিতে ভেকু মেশিন দিয়ে পুকুর খনন করছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনকে জানানো হলেও অজ্ঞাত কারণে ব্যবস্থা নেয়া হচ্ছে না। যার কারণে নির্বিঘ্নে রাতের আধারে পুকুর খনন করে চলেছে প্রভাবশালীরা। তাদের ভয়ে এলাকার মানুষ প্রতিবাদ করার সাহস পায় না।

এলাকাবাসী জানায়, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ভালুকগাছী ইউনিয়নের বাঁশবাড়িয়া পশ্চিমভাগ মাঠে ফসলী জমিতে পুকুর খনন চলছে। ইতিমধ্যে রাতে রাতে পুকুর খনন ফসলি জমিতে ভেকু মেশিন দিয়ে খনন করেন দুই ধার বাঁধাই করেছে। রাত ৯ টা থেকে ১০ টার দিকে ফসলি জমিতে ২টি ভেকু মেশিন দিয়ে খনন করে আর ভোর রাতে মেশিন বন্ধ করে সেখান থেকে অন্যত্র নিয়ে গিয়ে রাখে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া দাবি জানিয়েছে এলাকাবাসী।
অভিযুক্ত ভালুকগাছী ইউপি সদস্য জুয়েল জানান, এবার পুকুর খননের কোন অনুমতি নাই। তবে পশ্চিমভাগ মাঠের জমি নিচু হওয়ায় পানি জমে থাকে। আর ভাটা কর্তৃপক্ষ যেহেতু মাটি নিচ্ছে তাই পুকুর খনন করছি।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, উপজেলা নির্বাহী অফিসারকে বলেন। তিনি যদি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাহালে আমার পুলিশ ফোর্স যাবে। এছাড়া আমি যদি অভিযোগ পাই তাহলেও ব্যবস্থা নেব।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুরুল হাই মোহাম্মাদ আনাছ জানান, ফসলি জমিতে পুকুর খনন করা যাবে না। আমি বিষয়টি জানতাম না। আপনারা আগে পুলিশকে বিষয়টি জানান। তারপর আমি ব্যবস্থা নিচ্ছি।

আরও খবর

Sponsered content

Powered by