ঢাকা

এলজিইডি’র প্রতিষ্ঠাতা ১ম প্রধান প্রকৌশলী ও সাবেক সচিব কামরুল ইসলাম সিদ্দিকির ১৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে কোরআন খতম ও মিলাদ মাহফিল

  প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২১ , ৭:১৬:৫৬ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ প্রতিনিধিঃ 
গ্রামীণ অবকাঠামো উন্নয়নের রূপকার, বীর মুক্তিযোদ্ধা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) -এর প্রতিষ্ঠাতা প্রথম প্রধান প্রকৌশলী ও সাবেক সচিব মরহুম কামরুল ইসলাম সিদ্দিকির ১৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে পবিত্র কোরআন খতম, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ এলজিইডি’র আয়োজনে বুধবার (১ সেপ্টেম্বর) জেলা এলজিইডি ভবনের সম্মেলন কক্ষে নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হকের সভাপতিত্বে মরহুম কামরুল ইসলাম সিদ্দিকি’র স্মৃতিচারণ করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে এ সময় সিনিয়র সহকারী প্রকৌশলী সরদার ইকরামুল কবির, গোপালগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী রবিউল হোছাইন সহ এলজিইডি’র জেলা ও উপজেলা
কার্যালয়ের অন্যান্য প্রকৌশলীগণ, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে এলজিইডি’র প্রতিষ্ঠাতা প্রধান প্রকৌশলী ও সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম সিদ্দিকি’র ১৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ এলজিইডি’র আয়োজনে মরহুমের রুহের মাগফেরাত কামনায় পবিত্র কোরআন খতম করে দোয়া ও মোনাজাত করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by