রংপুর

রাজারহাটের বিদ্যানন্দে কৃষক মাঠ দিবস

  প্রতিনিধি ৯ জুন ২০২১ , ৭:৪৫:৪৪ প্রিন্ট সংস্করণ

Exif_JPEG_420

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি :

রাজারহাটে বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিদ্যানন্দ ইউনিয়নের চন্দ্রপাড়ায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধানবীজ, গমবীজ ও পাটবীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর জন্য কৃষকদের নিয়ে ৪ঘন্টা ব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়।

বোরো ব্রিধান-৮৯ প্রদর্শনী ক্ষেতের কৃষক রুস্তম আলী তার ৫ একর জমিতে ব্রিধান-৮৯ চাষাবাদ করে সফলতার কথা জানান। তিনি বলেন, মোট ৫ একর জমিতে ৪০০ মন ধান উৎপাদিত হয়েছে। অন্যান্য জাতের চেয়ে অনেক ভালো ফলন হয়েছে।

কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মনিটরিং অফিসার রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল আরিফিন। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সম্পা আক্তার। তিনি তার সমাপনী বক্তব্যে উপস্থিত কৃষকদের উদ্দেশ্য বলেন, বিদ্যানন্দ ইউনিয়নের কৃষির উৎপাদনে সব রকম সরকারী সহযোগীতা করা হবে। অনুষ্ঠান পরিচালনা করেন উপসহকারী (বিএস) আবু তাহের।

 

আরও খবর

Sponsered content

Powered by