প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২৫ , ৫:১২:৪৭ প্রিন্ট সংস্করণ
লক্ষ্মীপুরের রায়পুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) বিকেলে রায়পুর পৌর শহরে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।
রায়পুর জামায়েতে ইসলামের পৌর শাখার আমীর মাওলানা ফজলুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান মেহমান ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার রুহুল আমিন ভূইয়া।
তিনি বলেন, ‘স্বৈরাচারের আমলে আমরা নিজের ভোট দিতে পারি নাই, সাংবাদিকরা সত্যকে তুলে ধরতে পারে নাই, শাসক গোষ্ঠী টুঁটি চেপে ধরেছে। এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মানে সৎ,দক্ষ, দেশ প্রেমিক নাগরিক তৈরি করতে হবে। মানুষের ভালোবাসা অর্জন করতে হবে।’
প্রধান অতিথি তার বক্তব্যে আজীবন জুলাইয়ে শহিদ পরিবারের পাশে থাকার ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সাধারণ সম্পাদক এড.আতিকুর রহমান, রায়পুর উপজেলা শাখা সাধারণ সম্পাদক আশ্রাফুল ইসলাম রাকিব, পৌর নায়েবে আমির এডভোকেট কামাল উদ্দিন,আবদুল করিম প্রমুখ।
এসময় বক্তারা আরও বলেন, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ইসলাম ও ন্যায় ভিত্তিক সুশাসনের বাংলাদেশ বিনির্মাণ, মানবতার সেবা ও দেশ পরিচালনায় যােগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি লাভ করা জামায়াতের একমাত্র লক্ষ্য।