দেশজুড়ে

রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে গাছের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

  প্রতিনিধি ১৪ আগস্ট ২০২৩ , ৭:৩৯:৫০ প্রিন্ট সংস্করণ

রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে গাছের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১২১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলাধুলায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে গাছের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। 

সোমবার (১৪ আগস্ট) উপজেলা পরিষদের হলরুমে এই ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়। 

শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনা বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন ও শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধকরনের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে শিক্ষকদের হাতে এসব সামগ্রী (৫টি করে গাছের চারা, ২টি করে ফুটবল, ক্রীকেট ব্যাট-বল) তুলে দেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অন্‌জন দাশ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার অন্‌জন দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশীদ, প্রাথমিক শিক্ষাকর্মকর্তা মঈনুল ইসলাম, সহকারি শিক্ষাকর্মকর্তা টিপু সুলতান, হাবিবুর রহমান ও কামরুল হাসান প্রমূখ ।

আরও খবর

Sponsered content