বাংলাদেশ

রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী

  প্রতিনিধি ২৭ মে ২০২৪ , ৩:১৬:৫৭ প্রিন্ট সংস্করণ

রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৭ মে) আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।

এ সময় তিনি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়াতে জনপ্রতিনিধিসহ দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন।

সংবাদ সম্মেলনে বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি একটি রাজনৈতিক দল হলেও তারা মানবিক কোনও কর্মসূচিতে মাঠে থাকে না। বিভিন্ন সময় সহায়তার নামে ফটো সেশনে ব্যস্ত থাকে। ঘূর্ণিঝড়ে প্রাণ হারানো ছয় জনের প্রতি শোক জানিয়ে তাদের স্বজনদের প্রতি সমবেদনা জানায় আওয়ামী লীগ।’

দলের সংশ্লিষ্ট সাংগঠনিক ইউনিটগুলো ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যাবে জানিয়ে তিনি বলেন, ‘পরিস্থিতি একটু স্বাভাবিক হলে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের যাওয়ার আগ্রহের কথা জানিয়েছেন।’

আরও খবর

Sponsered content