প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২২ , ৪:২৬:১৯ প্রিন্ট সংস্করণ
(নারায়ণগঞ্জ) রূপগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌর কালাদী এলাকার চার সমাজের আলেমদের নিয়ে কটুক্তি করার প্রতিবাদে আওয়ামীলীগ নেতা বিল্লাল হোসেনর বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী ও মুসল্লিগণ। শুক্রবার (১৫ এপ্রিল) বাদ জুমা নামাযের পর কালাদী বড়বাড়ি জামে মসজিদ এলাকায় এ প্রতিবাদ সভা হয়।
এসময় কালাদী ও আশপাশের এলাকার চারটি সমাজের মুসল্লিগণ এক হয়ে কালাদী বড়বাড়ি জামে মসজিদ থেকে প্রতিবাদ মিছিল নিয়ে কালাদী, দিঘিরপাড়, বেবি স্ট্যান্ড, তিনরাস্তা মোড় ও বাইপাস সড়ক পদক্ষিন করে। একপর্যায়ে আওয়ামীলীগ নেতার বিদ্বেষমূলক আচরণে ক্ষুদ্ধ হয়ে গাজীপুর-মদনপুর বাইপাস সড়কের কালাদী এলাকায় সড়ক অবরোধ করে তারা।
আওয়ামীলীগ নেতা বিল্লাল হোসেন উপজেলার কাঞ্চন পৌর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।
সভায় সভাপতিত্ব করেন কালাদী বড়বাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হাই পারভেজ। এসময় বক্তব্য রাখেন, মোত্তালিব মিয়া, জাহাঙ্গীর আলম, গাফফার টুটুল, নুর মোহাম্মদ, আজিজ সরকার, গোলজার হোসেন, মিয়াজ উদ্দিন, আনোয়ার হোসেন, কাউসার মিয়াসহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন, আওয়ামীলীগ নেতা বিল্লাল হোসেন ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন যাবৎ তার ভাড়াবাসায় কুখ্যাত সন্ত্রাসীদের আশ্রয়ণ করে সরকারি-বেসরকারি জমি দখল, অবৈধ গ্যাস বাণিজ্য করে আসছে। একের পর এক অপকর্ম করেও কোন বিচার না হওয়ায় বর্তমানে ব্যপরোয়া হয়ে ওঠেছে বিল্লাল হোসেন।
সে গত বুধবার (১৩ এপ্রিল) মসজিদের ইমাম ও আলেমগণের টুপি পড়া, দাড়ি রাখা ও দাড়িতে মেহেদী লাগানোকে ব্যাঙ্গাত্বক ভাষায় কটুক্তি করে। প্রতিবাদ করায় ইমাম-আলেমগণের উপর চড়াও হয়ে মারধর করতে যায়। পরক্ষণে এমন আচরণের কারণ জানতে চাইলে মসজিদের ইমামকে প্রাণনাশের হুমকি প্রদান করে। বিল্লাল হোসেনর বিদ্বেষমূলক আচরণের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থার দাবী জানান বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।