ময়মনসিংহ

বকশিগঞ্জে জনগণের চলাচলের সুবিধার্থে জমি দান

  প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২০ , ৭:৫৮:৪২ প্রিন্ট সংস্করণ

জামালপুর প্রতিনিধি : একটি সড়কের জন্য প্রায় ২০ বছর যাবত দুর্ভোগ পোহাচ্ছিলেন বকশিগঞ্জ পৌরসভার ব্র্যাক অফিস মহল্লার ৫০টি পরিবার। কিন্তু ওই মহল্লায় পৌরসভার নামে কোনো জমি না থাকায় জনগণের দুর্ভোগ লাঘবে কোনো উদ্যোগ নিতে পারছিলেন না মেয়র। অবশেষে জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে এগিয়ে এলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান। তিনি, তার ব্যাক্তিগত সম্পদ থেকে প্রায় অর্ধকোটি টাকার জমি দান করলেন রাস্তা নির্মাণের জন্য। সোমবার দুপুরে বকশিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ তালুকদার আনুষ্ঠানিক ভাবে বকশিগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগরের হাতে চরকাউরিয়া মৌজার সাড়ে ১৪ শতাংশ জমির দলিল পৌরসভার নামে হস্তান্তর করেন। এ ব্যাপারে জমি দাতা, বকশিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, ভুক্তভোগি এলাকার বাসিন্দাদের যাতায়াত ক্ষেত্রে কষ্টের কথা বিবেচনা করেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। পৌর মেয়র নজরুল ইসলাম তালুকদার বলেন, পৌরবাসীর কল্যাণ উপজেলা চেয়ারম্যান যে অবদান রাখলেন, তা বকশিগঞ্জবাসী আজীবন মনে রাখবেন। তিনি আরও বলেন, বরাদ্দ স্বাপেক্ষ ব্র্যাক অফিস মহল্লার সেই জায়গাটিতে পাকা রাস্তা, ড্রেন ও বিদ্যুতায়ন করার হবে। মানবতার কল্যাণে উপজেলা চেয়ারম্যানের এ নিঃস্বার্থ ত্যাগকে সাধুবাদ জানিয়ে বকশিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার. আ. স.ম, জামসেদ বলেন, এই সময়ে আমরা আত্মকেন্দ্রিক ভাবনা বিভোর তখন এটি একটি বিরল ঘটনা। ভুক্তভোগি মহল্লার আব্দুর রশিদ ও শহিদুর রহমান জানান, ২০ বছর যাবত আমরা একটি রাস্তার জন্য কষ্ট পোহাচ্ছিলাম। বিশেষ করে বর্ষা মৌসুমে হাটুপানি ভেঙ্গে আমাদের ছেলে মেয়েরা স্কুলে যেত, আমরা অফিস আদালতে যেতাম। আমাদের সেই কষ্ট থেকে মুক্তি দিলেন চেয়ারম্যান। রাস্তাটি যেন চেয়ারম্যানে বাবা, মরহুম মফিজুল হক তালুদারের নামে হয়, পৌর কর্তৃপক্ষের প্রতি এটা আমাদের অনুরোধ।
এলাকাবাসী বলেন, রউফ চেয়ারম্যানের জন্য এধরণের ঘটনা নতুন নয়। এর আগেও তিনি বকশিগঞ্জ পশু হাসপাতাল, মাতৃসদন ও পৌর গোরস্থানের জন্য জমি দান করেছেন।

আরও খবর

Sponsered content

Powered by