দেশজুড়ে

রূপগঞ্জে সাত বছরের শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেপ্তার

  প্রতিনিধি ১৬ মার্চ ২০২৫ , ৬:৪০:৫৪ প্রিন্ট সংস্করণ

রূপগঞ্জে সাত বছরের শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা মামলার আমামি ইব্রাহিম (৫৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১৫ মার্চ) সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের জয়নগর মাযাইর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ র‌্যাব-১১ ব্যাটেলিয়ন সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক স্কোয়াড কমান্ডার মো. শামসুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত বৃহস্পতিবার (১৩ মার্চ) রূপগঞ্জের তারাবো পৌরসভার রূপসী বাঘবাড়ি এলাকায় চকলেট দেওয়ার কথা বলে দোকানে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন ইব্রাহিম। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে তারাব পৌর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল ভূঁইয়া, তানসেন ও পলিনসহ কয়েকজন মিলে ৫ হাজার টাকা দিয়ে ঘটনা মীমাংসার চেষ্টা করেন। এ ঘটনায় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠলে রুবেল ভূঁইয়াসহ অন্যরা ইব্রাহিমকে পালিয়ে যেতে সাহায্য করেন।  

পরে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার ওই শিশুটির বাবা রূপগঞ্জ থানায় ইব্রাহিমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

আরও খবর

Sponsered content