দেশজুড়ে

বাবার সঙ্গে সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল ছেলের

  প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৩ , ৮:২৭:৫৪ প্রিন্ট সংস্করণ

বাবার সঙ্গে সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল ছেলের

শেরপুর পৌর শহরের মোবারকপুর কইন্যাপাড়া মহল্লার বাসিন্দা আব্দুল কুদ্দুস। তার ছেলে জাহিদুল ইসলাম কাজল (১৮) চলতি বছর এসএসসি পাশ করেছেন। বাবার ইচ্ছে ছেলে সেনাবাহিনীতে চাকরি করবে। কিন্তু ছেলে সাঁতার জানত না। তাই ছেলেকে সাঁতার শেখানোর দায়িত্ব নেন বাবা। তবে বাবার সঙ্গে সাঁতার শিখতে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল ছেলের।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মৃগী নদীতে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মৃগী নদীতে বাবার হাতের উপর বুক রেখে বাইসাইকেল চালানোর মতো সাঁতরাচ্ছিলেন কাজল। হঠাৎ স্রোতের তোড়ে তলিয়ে যায় ছেলে। বাবা চিৎকারে প্রতিবেশীরা এ গিয়ে আসেন। তারা কাজলকে উদ্ধারের চেষ্টা করেন। প্রায় ৩০ মিনিট পর কাজলকে উদ্ধার করা হয়। ততক্ষণে তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ওসি বছির আহমেদ বাদল বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের জন্য আবেদন করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনুমতির পর মরদেহ হস্তান্তর করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by