চট্টগ্রাম

রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর সেমিনার অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২৩ , ৭:০৮:৫৭ প্রিন্ট সংস্করণ

রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর সেমিনার অনুষ্ঠিত

রোটারি ইন্টান্যাশনাল ঘোষিত সেপ্টেম্বর বেসিক এডুকেশন ও লিটারেসি মাস উপলক্ষ্যে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর উদ্দ্যোগে চিটাগাং ক্লাবে

এক সেমিনার ক্লাব সভাপতি মোঃ জামাল উদ্দিন সিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। 

এতে কী নোট স্পীকার ছিলেন চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রোঃ ভাইস চ্যান্সেলর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. কাজী শামীম সুলতানা। এসময় তিনি বলেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে যোগাপযোগী করতে হবে। শিক্ষা কার্যক্রম কে ঢেলে সাজাতে হবে। শিক্ষা আমাদের মৌলিক অধিকার, দেশের সকল নাগরিককে শিক্ষা ব্যবস্থার আওতায় নিয়ে আসতে পারলে দেশ এগিয়ে যাবে। মৌলিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম।

সেমিনারে বক্তব্য রাখেন সাবেক ডিস্ট্রিক সেক্রেটারি সিপি মোহাম্মদ শাহজাহান, ডিস্ট্রিক লার্নিং ফেসিলেটেটর টীফ মেম্বার পিপি শফিকুল ইসলাম শামীম, এডিশনাল এরিয়া ডাইরেক্টর পিপি এমদাদুল আজিজ চৌধুরী, এসিস্ট্যান্ট গর্ভনর প্রফেসর ড. সৈয়দা খুরশিদা বেগম, এসিস্ট্যান্ট গর্ভনর ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, ডিস্ট্রিক পোলিও প্লান কমিটি চেয়ার পিপি রইস আবদুর রব, ডিস্ট্রিক পোলিও ডে উদযাপন কমিটি চেয়ার সিপি আবুল হাসনাত চৌধুরী, প্রেসিডেন্ট ইলেক্ট এস এম জমির উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সালাউদ্দিন, ভারপ্রাপ্ত সেক্রেটারি ড. আয়েশা আফরিন, পরিচালক ইকরাম পাশা, সদস্য মো: জাহাঙ্গীর আলম বাদশা, এম এ মতিন, মিলিনডা হেমেসিং প্রমুখ।

আরও খবর

Sponsered content