বাংলাদেশ

র‌্যাব ডিজি পদক পেলেন ৮৫ জন সদস্য

  প্রতিনিধি ২০ মার্চ ২০২৩ , ৮:০৯:৩৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র‌্যাব মেমোরিয়াল ডে-২০২৩ র‌্যাব মহাপরিচালকের দরবার অনুষ্ঠিত হয়েছে।

এবারের দরবারে অভিযানিক কার্যক্রমে বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি স্বরূপ এলিট ফোর্স র‌্যাব মহাপরিচালক (ডিজি) পদক পেয়েছেন ৮৫ জন র‌্যাব সদস্য। এর মধ্যে বাহিনীর সাহসিকতায় বিশেষ সম্মাননা ৩৫ জন এবং সেবায় বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন ৫০ জন র‌্যাব সদস্য। এছাড়া এবারই প্রথম ডগ স্কোয়াডের কোনো কুকুরকে পদক দেয়া হলো।

সোমবার (২০ মার্চ) রাজধানীর উত্তরার কুর্মিটোলায় র‌্যাব সদর দফতরের শহীদ লেফটেন্যান্ট কর্নেল আজাদ মেমোরিয়াল হলে অভিযানিক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ তাদেরকে পদক পরিয়ে দেন র‌্যাব ডিজি অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।

এর আগে র‌্যাব ডিজি শহীদ র‌্যাব সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় তিনি শহীদদের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।

র‌্যাব জানিয়েছে, গত ৭ মার্চ রাজধানীর গুলিস্তান সিদ্দিকবাজারে একটি ভবনে বিস্ফোরণের উদ্ধার কার্যক্রমে র‌্যাব ফোর্সের সদস্যদের পাশাপাশি র‌্যাব ডগ স্কোয়াডের তিনটি টিম সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। সেখানে উদ্ধারকাজে সৈনিক (ড্রেসার) সজিব মিয়া পরিচালিত ডগ চিতা তিনজনের লাশের অবস্থান শনাক্ত করে। এর স্বীকৃতিস্বরূপ চিতা ডগটিকে বীরত্বপূর্ণ কাজের জন্য র‌্যাব ডিজি বিশেষ সম্মাননা পদকে ভূষিত করেছেন।

বাংলাদেশে জন্ম নেয়া ল্যাবরেডর জাতের কুকুর চিতার বয়স তিন বছর। এবারই প্রথম র‌্যাবের ডগ স্কোয়াডের একটি কুকুর র‌্যাব ডিজি পদকে ভূষিত হলো।

সূত্র : বাসস

আরও খবর

Sponsered content

Powered by