চট্টগ্রাম

ল²ীপুর সদর হাসপাতালে কেন্দ্রীয় হাইফ্লো অক্সিজেন স্থাপন

  প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২০ , ৭:১৬:০০ প্রিন্ট সংস্করণ

Exif_JPEG_420

ল²ীপুর প্রতিনিধি : করোনা আক্রান্ত রোগী ও সেবা নিতে আসা জরুরী রোগীদের জন্য ল²ীপুর সদর হাসপাতালে ৬৫ লাখ টাকা দামের অত্যাধুনিক প্রযুক্তির কেন্দ্রীয় হাইফ্লো অক্সিজেন সরবরাহ ব্যবস্থার উদ্বোধন করা হয়েছে। একইসঙ্গে করোনায় অর্থনৈতিক মন্দাভাব কাটিয়ে তুলতে জেলার পাঁচটি উপজেলার ৫৮টি ইউনিয়নে ২ লাখ টাকা করে মোট ১ কোটি ১৬ লাখ টাকা অনুদান দিয়েছে গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। সিভিল সার্জন ডা. আব্দুল গফফারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সফিউজ্জামান ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রেটওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সামছুল হুদা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, পৌরসভার মেয়র আবু তাহের, প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল, সাধারণ সম্পাদক আব্দুল মালেক প্রমুখ। কেন্দ্রীয় হাইফ্লো অক্সিজেন সরবরাহ ব্যবস্থার নতুন এ মেশিনটি স্বয়ংক্রিয়ভাবে অক্সিজেন উৎপাদন করে একসাথে ১৫ জন করোনা রোগীর অক্সিজেন সরবরাহ করতে পারবে। সাধারণ রোগীর ক্ষেত্রে ২০ জনের অক্সিজেন দেওয়া যাবে।

আরও খবর

Sponsered content

Powered by