প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২৫ , ৮:৩৮:৪৫ প্রিন্ট সংস্করণ
পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদুতে উপজেলায় মৎস্য অধিদপ্তরাধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ও দরিদ্র নিবন্ধিত জেলে ও দরিদ্র মহিলাকে ছাগল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে এগারোটায় রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় মৎস্য অধিদপ্তরাধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় লংগদু উপজেলার ৯ জন দরিদ্র নিবন্ধিত জেলে ও ১ জন দরিদ্র মহিলার মাঝে প্রতিজনকে ৪ টি করে সর্বমোট ৪০ টি ছাগল বিতরণ করা হয়।
লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কফিল উদ্দিন মাহমুদ এর সভাপতিত্বে উক্ত ছাগল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা মৎস্য কর্মকর্তা, অধীর চন্দ্র দাস, সহকারি প্রকল্প পরিচালক তোফাজ্জল হোসেন ফাহিম, লংগদু উপজেলা মৎস্য কর্মকর্তা, তানভীর আহসান, উপজেলা প্রকৌশলী মোঃ শামসুল আলমসহ প্রমূখ্য।
এসময় অতিথি বৃন্দ বলেন, বন্ধকালীন সময়ে কাপ্তাই লেকে জেলেরা মৎস্য আহরণ করতে পারেন না। তাই জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা হিসেবে এই ছাগল বিতরণ কর্মসূচী নেওয়া হয়েছে। ৪টি ছাগল নিয়ে সঠিকভাবে লালন পালন করতে পারলে জেলেরা বিকল্প আয়ের একটা সুযোগ সৃষ্টি হবে এবং মাছ শিকার বন্ধকালীন সময়ে তাদের উপার্জনের একটা ব্যবস্থা থাকবে।