রাজশাহী

লালপুরে আসবাবপত্র বিতরণ ও বৃক্ষ রোপণ

  প্রতিনিধি ৭ জুলাই ২০২০ , ৮:২৪:৩১ প্রিন্ট সংস্করণ

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলায় পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহায়তায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র বিতরণ ও বৃক্ষ রোপণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্থানীয় সরকার বিভাগ ও জাইকা প্রকল্পের সহায়তা এবং উপজেলা পরিষদের বাস্তবায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে ৩২লক্ষ টাকা ব্যয়ে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা মোট ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানে এই আসবাবপত্র বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, স্থানীয় সরকার বিভাগ (জাইকা প্রকল্প) অফিসার কাজী রাশেদ শিমুল, প্রোকৌশলী জুলফিকার আলী, উপ-সহকারী প্রকৌশলী আলমগীরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক, কৃষি অফিসার রফিকুল ইসলাম প্রমুখ। আসবাবপত্র বিতরণ শেষে উপজেলা পরিষদ চত্বরে ফলজ, ওষুধিসহ বিভিন্ন ধরনের বৃক্ষ রোপণ করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by