প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৫ , ৭:৩০:১৮ প্রিন্ট সংস্করণ
পাহাড়ের জেলা রাঙ্গামাটির দূর্গম লংগদুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
লংগদু উপজেলা নির্বাহী অফিসার মো. কফিল উদ্দিন মাহমুদের সভাপতিত্বে আয়োজিত উক্ত সভায় উপস্থিত ছিলেন লংগদু থানার অফিসার ইনচার্জ মো. ফেরদৌস ওয়াহিদ, লংগদু সেনা জোনের প্রতিনিধি, রাজনগর বিজিবি জোন প্রতিনিধি, ৩৮ আনসার ব্যাটালিয়নের প্রতিনিধি, গাঁথাছড়া বায়তুশ শরফ জব্বারিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার সুপার হাফেজ মাওলানা ফোরকান আহমেদ, লংগদু ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. হেলাল উদ্দিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মনজুর আলম মোর্শেদ, ইউনিয়নের চেয়ারম্যানগণ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন ।
সভায় লংগদু উপজেলা নির্বাহী অফিসার বলেন, মাদক বাংলাদেশের জাতীয় জীবনের অন্যতম মারাত্মক সমস্যা। যুব সমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে। বর্তমানে এটি শহর থেকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আমরা মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছি। যারা মাদকের সঙ্গে জড়িত তাদের প্রতিহত করতে ঐক্যবদ্ধ হতে হবে।
এসময় সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখার পাশাপাশি মাদক, সন্ত্রাস এবং অন্যান্য সামাজিক সমস্যা প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।