দেশজুড়ে

লংগদু টু নানিয়ারচর সংযোগ সড়কের দাবীতে মানববন্ধন

  প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২৪ , ৭:২৩:২৭ প্রিন্ট সংস্করণ

লংগদু টু নানিয়ারচর সংযোগ সড়কের দাবীতে মানববন্ধন

রাঙ্গামাটি পার্বত্য জেলার দূর্গম উপজেলা লংগদু হতে নানিয়ারচর পর্যন্ত  সড়কের দাবীতে মানববন্ধন করেছেন লংগদু উপজেলাবাসী। 

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজ, শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ মানববন্ধনে অংশ গ্রহণ করেন। 

উল্লেখ্য যে, সড়কটি বাস্তবায়নে সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে শুনা গেলেও তার বাস্তবতা দেখা যায়নি। ইতিপূর্বে সড়কের কাজ শুরু হলেও কযেকদিন পর থেমে যায়। সড়ক নির্মাণে  আর কত কাল লাগবে? 

এমন প্রশ্ন স্থানীয়দের । সড়কটি সম্পন্ন হলে রাঙ্গামাটির সাথে সাথে নানিয়ারচর, লংগদু,  বাঘাইছড়ি ও দীঘিনালা উপজেলার মানুষের যোগাযোগ সুবিধা রক্ষা পাবে। দেশের প্রত্যন্ত অঞ্চলের ভ্রমনপ্রিয় পর্যটক আসবে। ফলে অর্থনৈতিক ভাবে চারটি উপজেলাবাসী লাভ হবেন। পাশাপামি পর্যটন খাতে উন্নয়ন হবে।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নাছির উদ্দিন, লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ হারুনুর রশিদসহ স্থানীয় মান্যগণ্য ও রানৈতিক ব্যক্তিবর্গ।

মানববন্ধনে বক্তারা বলেন, আধুনিক লংগদু, বাঘাইছড়ি, দীঘিনালা উপজেলা বিনির্মানের লক্ষে রাঙ্গামাটি জেলা সদরের সাথে লংগদু, বাঘাইছড়ি ও দীঘিনালার সরাসরি সংযোগ সড়ক বাস্তবায়নের বিকল্প নেই। ফলে নানিয়ারচর টু লংগদু সংযোগ সড়কের দ্রুত বাস্তবায়নের জন্য আমরা মানববন্ধনের মাধ্যমে সড়কের দাবীজানাচ্ছি। বাঘাইছড়ি, লংগদু ও নানিয়ারচরবাসী আর কত কাল নৌপথে যাতায়াত করবে? আর কত দিন অবহেলিত থাকবে? সড়কটি বাস্তবায়ন হলে লংগদু হতে জেলা সদরে পৌঁছতে সময লাগবে একঘন্টা, অথচ দীর্ঘ সাড়ে তিন-চার ঘন্টায় লঞ্চে যেতে হয়। সড়টি বাস্তবায়নের জন্য এর আগেও অনেকবার আন্দোলনে নেমেছিল লংগদুবাসী।

আরও খবর

Sponsered content