প্রতিনিধি ২৩ মার্চ ২০২৩ , ১:৪১:০৬ প্রিন্ট সংস্করণ
লক্ষীপুর প্রতিনিধি:
লক্ষীপুরে অভিযোগ নিষ্পত্তি (জিআরএস) ব্যবস্থা কার্যকরে সুপারিশ মালা প্রণয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মার্চ) দুপুরে শহরের রোজ গার্ডেন চাইনিজ রেষ্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর-এ আলম।
এনআরডিএস’র জেলা শাখার সাবেক সভাপতি প্রফেসর মাইন উদ্দিন পাঠানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক নুরুল ইসলাম পাটওয়ারী, জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: যোবায়ের হোসেন, এইড কুমিল্লার জেলা সমন্বয়কারী শাহিন আক্তার, এনআরডিএস আঞ্চলিক কর্মকর্তা বিপ্লব চন্দ্র ভৌমিক, রনি সিদ্দিকী প্রমুখ।
এনআরডিএস ও মানুষের জন্য ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন এনজিও, শিক্ষা-প্রতিষ্ঠান, গণমাধ্যম ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করে।