চট্টগ্রাম

লক্ষ্মীপুরে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

  প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২১ , ৯:০৭:০৬ প্রিন্ট সংস্করণ

লক্ষ্মীপুরে প্রতিনিধি:

বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় লক্ষ্মীপুরে ভাষা শহীদদের স্মরণ করেছেন সর্বস্তরের মানুষ। রাত ১২ টা এক মিনিট বাজার সাথে সাথেই জেলার কেন্দ্রিয় শহীদ স্মৃতি সৌধ বেদীমূলে পুষ্পস্তর্বক অর্পণ করে ভাষা শহীদদের অমর স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।

এরপর পর্যায়ক্রমে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের প্রতি তাঁদের শ্রদ্ধা জানান, পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান (পিপিএম-সেবা), জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, লক্ষ্মীপুরে প্রেস ক্লাব, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের শ্রদ্ধা জানান।

বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তর, বিভিন্ন পেশাজীবি, শিক্ষা ও সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে তাদের শ্রদ্ধা নিবেদন করেন মহান ভাষা শহীদদের প্রতি।

এ ছাড়াও রায়পুর উপজেলা, রামগঞ্জ, রামগতি উপজেলাসহ বিভিন্ন জায়গায় উপজেলা প্রশাসনের আয়োজনে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে তাদের শ্রদ্ধা নিবেদন করে, দিনভর ছিলো বর্ণাঢ্য কর্মসূচী।

আরও খবর

Sponsered content