দেশজুড়ে

লক্ষ্মীপুরে যুবলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ 

  প্রতিনিধি ৯ অক্টোবর ২০২৩ , ৭:০৩:২৮ প্রিন্ট সংস্করণ

লক্ষ্মীপুরে যুবলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ 

বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ও দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নৌকা প্রতিকে ভোট চেয়ে লক্ষ্মীপুর যুবলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(৯ অক্টোবর) বিকেলে সদর উপজেলার মান্দারী উইনার রেসিডেন্সিয়াল মাদ্রাসা প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো. বায়েজিদ ভূঁইয়ার সভাপতিত্বে এতে যুবলীগের বিভিন্ন ইউনিটের কয়েক’শ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে চলছে দেশ। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বর্তমান সরকার সর্বোচ্চ প্রকল্প বাস্তবায়ন করেছে। বাস্তুহারা মানুষকে বসতিতে পূণর্বাসন করেছে। দেশের যেকোন স্তরের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করেছে এ সরকার। অপরদিকে বিএনপি-জামায়াত বারবার বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে উন্নয়নে বাধা সৃষ্টি সহ নানভাবে দেশের মানুষের ক্ষতির কারন হচ্ছে। এই দুটি দল জনবান্ধব নয় মোটেও,তারা ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে অপরাজনীতি করে বেড়াচ্ছে।

সংকটে সংগ্রামে যেকোন পরিস্থিতিতে মানুষের পাশে থেকে শান্তি প্রতিষ্ঠা সহ বিএনপি-জামায়াতের অপরাজনীতি প্রতিরোধে সর্বদা সোচ্চার ভূমিকায় রয়েছে যুবলীগ।

বক্তারা আরো বলেন,আওয়ামীলীগ সরকার জনবান্ধব সরকার। আপামর মানুষের কল্যানে  গ্রামীন অবকাঠামো উন্নয়নে ব্যাপক প্রকল্প সহ একাধিক মেগাপ্রকল্প বাস্তবায়ন করেছে বর্তমান সরকার।

তাই শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আবারও আওয়ামীলীগকে নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করার উদাত্ত আহবান জানান নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তব্য রাখেন, যুবলীগ নেতা জালাল উদ্দিন রুমি পাটওয়ারী, সোহাগ পাটওয়ারী, জাবেদ হোসেন, দিপু মাহমুদ, ছাত্রলীগ নেতা আবু তালেব, সাবেক ছাত্র নেতা তারেক মাহমুদ প্রমুখ নেতৃবৃন্দ।

শেষে দলীয় নেতা-কর্মীদের অংশগ্রহনে একটি উন্নয়ন শোভাযাত্রা ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়ক ও মান্দারী বাজার এর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরও খবর

Sponsered content