দেশজুড়ে

লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে কোটা আন্দোলনকারীদের অবরোধ

  প্রতিনিধি ১৮ জুলাই ২০২৪ , ৭:৫৪:২৭ প্রিন্ট সংস্করণ

লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে কোটা আন্দোলনকারীদের অবরোধ

কোটা আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি শাটডাউনের অংশ হিসেবে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সাধারণ শিক্ষার্থীরা। এসময় কোটা প্রথা বিলুপ্তের দাবিতে বিভিন্ন ধরণের স্লোগান দেয় তারা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে তারা লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয়। পরে তারা বিক্ষোভ মিছিল বের করে ঝুমুর এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এতে নোয়াখালী-কুমিল্লা-চট্টগ্রাম ও ঢাকাবাহী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দুপুর ১২ টার দিকে উত্তেজিত শিক্ষার্থীরা একটি ওষুধ সরবরাহকারী গাড়ি ভাঙচুর করার চেষ্টা করেন।

এদিকে আন্দোলনরত স্থানে পুলিশের দেখা মেলেনি। তবে ঘটনাস্থলের অদূরে জেলা পুলিশ সুপার কার্যালয় এলাকায় আইনশৃঙ্খলাবাহিনীকে অবস্থান নিতে দেখা গেছে।

আরও খবর

Sponsered content