চট্টগ্রাম

চট্টগ্রাম স্বর্ণের বারসহ চিকিৎসক গ্রেফতার

  প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৪ , ৬:৪৬:৩৯ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম স্বর্ণের বারসহ চিকিৎসক গ্রেফতার

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ৪টি সোনার বারসহ এক চিকিৎসককে আটক করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা এ চালানটি আটক করে।
বিমানবন্দর কাস্টমস, শুল্ক গোয়েন্দা, রাষ্ট্রীয় দুই সংস্থা সম্মিলিতভাবে এ অভিযান পরিচালনা করে।

আটক চিকিৎসক ২৭তম বিসিএসের (স্বাস্থ্য) ডা. এম জেড এ শরীফ মিঠু স্বাস্থ্য দপ্তরের অধীনে বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, ধারণা করা হচ্ছে, এয়ার এরাবিয়ার ফ্লাইটে শারজাহ থেকে আসা যাত্রী ওই চিকিৎসককে স্বর্ণের বারগুলো দিয়েছেন।

বিমানবন্দরে দায়িত্বরত চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার মহিউদ্দিন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার করা বার স্বর্ণকার দিয়ে পরীক্ষা করানো হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by