রাজশাহী

লালপুরে এমপি প্রার্থী সুরুজের ঈদ সামগ্রী বিতরণ

  প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৩ , ৪:৪৩:১৫ প্রিন্ট সংস্করণ

লালপুর(নাটোর) প্রতিনিধি:

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও সাবেক ছাত্রলীগ নেতা রওশন আলম সুরুজ বিভিন্ন আশ্রয়ন প্রকল্পে ঈদ সামগ্রী বিতরণ করেছেন। সোমবার সকালে উপজেলার এবি, দুয়ারিয়া ও ওয়ালিয়া ইউনিয়নের বিভিন্ন আশ্রয়ন প্রকল্পের হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। এ বিষয়ে রওশন আলম সুরুজ বলেন,আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমি হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছি।আমি ছাত্র জীবন থেকে লালপুর বাগাতিপাড়ার সাধারণ মানুষের পাশে আছি।ভবিষ্যতেও থাকবো। এই ঈদে আমার নির্বাচনী এলাকার প্রতিটি আশ্রয়ন প্রকল্পের হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করবো। তারই ধারাবাহিকতায় আজ তিনটি ইউনিয়নের দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলাম।

আরও খবর

Sponsered content