দেশজুড়ে

লালপুরে ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২৪ , ৩:৪৬:৫৩ প্রিন্ট সংস্করণ

লালপুরে ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত

নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়ন ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে আড়বাব ইউনিয়ন পরিষদ চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।

নাটোর জেলা ছাত্রদলের পাঠাগার বিষয়ক সম্পাদক ও লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ আহমেদ তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান । প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল হক বিদ্যুৎ ।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান আরিফ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিব আহমেদ। বক্তারা বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর হাতকে শক্তিশালী করতে হলে উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে গড়ে তুলার আহ্বান জানান।

আরও খবর

Sponsered content