ঢাকা

আবারও অ্যাওয়ার্ড পেলেন আশুলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক

  প্রতিনিধি ২০ জানুয়ারি ২০২৪ , ৫:২৭:০৭ প্রিন্ট সংস্করণ

আবারও অ্যাওয়ার্ড পেলেন আশুলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক

সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাখি মেলা অতিথি পাখির বেস্ট রিপোর্টিং করায় দ্বিতীয় বারের মতো কনজারভেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও আশুলিয়া প্রেসক্লাবে সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খাঁন লিটন।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ২৩তম এ পাখি মেলা শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম। 

এসময় এশিয়ান টেলিভিশনে পাখি তথা জীববৈচিত্র সম্পর্কিত বিশেষ প্রতিবেদন প্রকাশ করায় বেস্ট রিপোর্টিং করায় লিটনকে আবারও অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

উদ্বোধনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুরুল আলম বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখির বসবাস উপযোগী পরিবেশ গড়ে তোলা হয়েছে। এই পরিবেশ ধরে রাখার দায়িত্ব সকলের।

বাংলাদেশ বার্ড ক্লাব ২০০০ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম পাখি মেলার আয়োজন করে। পরবর্তীতে পাখি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষে ২০০১ সাল থেকে ক্যাম্পাসে ধারাবাহিকভাবে পাখি মেলার আয়োজন করে আসছে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ।

আরও খবর

Sponsered content

Powered by