রাজশাহী

লালপুরে দুর্বৃত্তের বিষ প্রয়োগে দফায় দফায় পুকুরে মাছ নিধন

  প্রতিনিধি ২৩ মে ২০২১ , ৩:৩২:১৭ প্রিন্ট সংস্করণ

লালপুর (নাটোর):

নাটোরের লালপুরে ইসমাইল হোসেন রাজুর একটি পুকুরে দফায় দফায় বিষ দিয়ে বিভিন্ন প্রজাতির প্রায় দেড় লক্ষ টাকার মাছ নিধন করেছেন দুর্বৃত্তরা।
আজ রবিবার (২৩মে) উপজেলার গোপালপুর পৌরসভার মধুবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
ওই গ্রামে মৃত আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন রাজু।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইল হোসেন রাজু পৃথক স্থানে সাড়ে চার বিঘা জমিতে তিনটি পুকুরে রুই, কাতলা, সিলভারকাপ, মীগেল, গুলশা টেংরা সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন আসছিল তিনি । রবিবার সকালে তার বাড়ির সামনে পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠে।

এ বিষয়ে ভুক্তভোগী ইসমাইল হোসেন আবেগপ্রবণ কণ্ঠে জানান, নর্থ বেঙ্গল সুগার মিলস্ লি: এর চাকুরি থেকে অবসর গ্রহণের পর থেকে নিয়মিত মাছ চাষ করে আসছে। ধারণা করা হচ্ছে রাতের আধারে কে বা কারা তার পুকুরে বিষ প্রয়োগ করার ফলে তার পুকুরে সব মাছ মারা যায়। এতে তার দের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। এছাড়াও গত বছরেও দুই দুই বার তার পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করায় তার কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয় এবং এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল।

 

Powered by