প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৪ , ৪:৪৭:০৭ প্রিন্ট সংস্করণ
“সোনালি আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ, বাংলার পাট বিশ্ব মাত” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নাটোরের লালপুরে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে নাবী পাট বীজ, রাসায়নিক সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বীজ, সার ও কীটনাশক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মেহেদী হাসান, বিআরডিবি অফিসার আ. রহমান, লালপুর উপজেলা শাখার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা দুরজয় হোসেন প্রমুখ।