প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৪ , ৩:৪৫:৪৭ প্রিন্ট সংস্করণ
“প্রাণী সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নাটোরের লালপুরে প্রাণী সম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে প্রাণী সম্পদ অধিদপ্তর চত্বরে এর উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। উদ্বোধন শেষে বিভিন্ন প্রজাতের গবাদি পুশু ও পাখির স্টল পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, লালপুর থানার ওসি নাছিম আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. চন্দন কুমার সরকার,গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, আওয়ামী লীগ নেতা অধ্যাপক আমজাদ হোসেন প্রমুখ।