প্রতিনিধি ১২ আগস্ট ২০২৪ , ৪:২৬:০৪ প্রিন্ট সংস্করণ
নাটোরের লালপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর পথ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে লালপুর বাজার, গোপালপুর পৌরসভা ও কদিমচিলান ইউনিয়নে পথসভা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির যুগ্ম সহ-সম্পাদক নাজির উদ্দিন বাবু, ফিরোজ হোসেন মিল্টন, গোপালপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রানা, গোপালপুর পৌর যুবদল যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সুমন,যুব দল সদস্য এজাজুল হক বাচ্চু, আমিনুল হক বুদ্দু, নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল হক বিদ্যুত, থানা ছাত্র দলের সদস্য সচিব মুঞ্জুর আহম্মেদ রয়েল প্রমুখ।
বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু পথ সভায় বলেন, হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও মন্দির ভাংচুর করবেন না। এছাড়া কোন মানুষের ওপরেই হামলা,বাড়ী, দোকান,স্থাপনা ভাংচুর সহ লুটপাট করা যাবে না। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা যদি এসবের সাথে জড়িত থাকেন। তবে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।