দেশজুড়ে

লালপুরে বীনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

  প্রতিনিধি ৭ নভেম্বর ২০২৪ , ৫:৫০:৫২ প্রিন্ট সংস্করণ

লালপুরে বীনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

নাটোরের লালপুরে কৃষকদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান।

লালপুর উপজেলা কৃষি বিভাগ জানায়, এ বছর উপজেলায় ৭ হাজার ৪শ ১০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী জাহান, শুব্রত কুমার, মৎস্য কর্মকর্তা এস এম নাজিমুদ্দিন প্রমুখ।

আরও খবর

Sponsered content