প্রতিনিধি ৩০ মে ২০২৪ , ৪:৪৬:২৫ প্রিন্ট সংস্করণ
নাটোরের লালপুরে ভোক্তা অধিকার আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আকতারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার শ্রী চন্দন কুমার সরকার, লালপুর থানা অফিসার ইনচার্জ নাছিম আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম নাজিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তব কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান, লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার অন্বেষা সরকার, লালপুর বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, লালপুর বাজার বণিক সমিতি কোষাধ্যক্ষ আবু সাঈদ প্রমুখ। সভায় নিরাপদ খাদ্য নিশ্চিত করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।